চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক সীমান্ত থেকে ৩১৭ বোতল ভারতীয় মদ ও ১৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে জীবননগরের হরিহরনগর ও গয়েশপুর সীমান্ত থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি সীমান্তে অভিযান চালায় বিজিবি। এতে সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভিতরে হরিহরনগর গ্রামের আম বাগানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৩১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। অপরদিকে সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভিতরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের মধ্যে মালিকবিহীন ১৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।