ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টায় থানা রোডস্থ আওয়ামী লীগ অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সহ সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব, শিল্প ও বাণিজ্য সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, উপ প্রচার সম্পাদক আলী আসগর মানিক, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছির প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল