আন্তজার্তিক মহান মে দিবস ও শ্রমিক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে শ্রমিকদের বিভিন্ন সংগঠন ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে র্যালি বের করে।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় শ্রমিক লীগ, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক, কুলি শ্রমিক ইউনিয়ন, হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম