শিরোনাম
২ মে, ২০২৩ ১৫:৫৪

রংপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফাইল ছবি

রংপুর নগরীতে পুকুর থেকে মনিরুজ্জামান মানিক (৪৫) নামে এক অটোপার্টস ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর ১৫নং ওয়ার্ডের হরিরামপুরের মান্নানের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মানিক হরিরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার থানায় হত্যা মামলা দায়ের করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোরে ফজরের নামাজ পড়ে মুসল্লীরা বাড়ি ফেরার পথে মান্নানের পুকুরে মানিকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মানিকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । 

তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটো ব্যবসায়ী মানিকের মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর