মাগুরা সদরের ইছাখাদা বাজার এলাকায় বাসচাপায় আবুল হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ইছাখাদা গুচ্ছগ্রামের বাসিন্দা আবুল হোসেন মঙ্গলবার দুপুরে ঝিনাইদা-মাগুরা সড়কের আলমখালী এলাকা থেকে নিজের ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাজারের অদূরে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মাগুরার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল