নাটোর জেলায় আর কোন ফসলী জমিতে পুকুর খনন করা যাবে না। এ ব্যাপারে জেলা প্রশাসন যথাযথ আইনগত উদ্যোগ গ্রহণ করবে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবু নাছের ভূঞা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঞা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সুধীজন।
সভায় অবৈধ পুকুর খনন বন্ধ করাসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে পুনঃপর্যালোচনা করার বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।বিডি প্রতিদিন/হিমেল