দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটনকে শোকজ করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আমির হামজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাগেছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা প্রমাণে আগামী ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আমির হামজা এই তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে চৌধুরী সেলিম আহমেদ ছোটনকে শোকজ করা হয়েছে। তাকে ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন