নোয়াখালীতে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহায়তায় গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি প্রশিক্ষণটি আয়োজন করে।
শনিবার সকালে জেলা শহরের গ্রীণহল প্রশিক্ষণ কক্ষে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। সমষ্টির জেলা সমন্বয়ক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কমিউনিকেশন ম্যানেজার সারোয়ার ই আলম ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ।
প্রশিক্ষণে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতিবছর এখানে প্রায় ১২ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। শিশুমৃত্যু প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদিও পানিতে ডুবে মৃত্যুর সবগুলো ঘটনার তথ্য গণমাধ্যম পায় না। এ নিয়ে জাতীয় ও স্থানীয়ভাবে কোনো কার্যকর তথ্য ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। আবার গণমাধ্যম প্রতিবেদনগুলো শুধুমাত্র ঘটনাকেন্দ্রীক। এ নিয়ে গভীরতাধর্মী প্রতিবেদনের অভাব রয়েছে। গভীরতাধর্মী প্রতিবেদনে গণমাধ্যমগুলো গুরুত্ব দিলে বিষয়টি নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাবে।
প্রশিক্ষণে জেলায় কর্মরত ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/এমআই