বীর মুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের নামে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার তেঁতুলতলা থেকে দাদপুর হয়ে মাধপুর পর্যন্ত পাকা সড়কের নামকরণ ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার দুপুর বারোটায় দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা মোড়ে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ফলক উন্মোচন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বকুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট সাইফুল আলম বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদশা, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন চৌধুরী, শহীদ তোজাম্মেল হকের ছোট ভাই মো. সিরাজুল হক হাশেম প্রমুখ।
আলোচনা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা, জীবিত মুক্তিযোদ্ধাসহ দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম।
উল্লেখ্য, শহীদ বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক ১৯৭১ সালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী বাহিনীর হাতে শহীদ হন। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই