নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আমিশাপাড়া সেন্ট্রাল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল।
আজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, স্বাস্থ্যখাত ভালো থাকলে দেশ ভালো থাকে। আমরা সাধারণ মানুষ ভালো থাকি। শেখ হাসিনা স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। কিভাবে মহামারী থেকে ঘুরে দাঁড়াতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আমাদের শিখিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এখন উন্নত সেবা পাওয়া যায়। যেহেতু এই এলাকা থেকে সরকারি হাসপাতালের দূরত্ব রয়েছে তাই প্রাইভেট হাসপাতালের প্রয়োজন ছিল। আমি আশা রাখি এ হাসপাতালটিও উন্নত সেবা প্রদান করবে।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, হাসপাতালের সেবা নিশ্চিত করতে হবে। আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেও সেবার মান ঠিক রাখা যায় না। যদি না চিকিৎসক ও নার্সসহ অন্যান্য সাপের্ট না থাকে।
আজ দুপুর ১২টার দিকে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে ৫ তলা বিশিষ্ট ওই হাসপাতালের উদ্বোধন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসরাত জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ।
হাসপাতালের চেয়ারম্যান শামস মো. তারেকের সভাপতিত্বে ও হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সঞ্চালনায় এ সুধী সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছাড়াও হাসপাতালটির প্রধান উদ্যোক্তা ও ভাইস চেয়ারম্যান আজাদুল ইসলাম স্বপনসহ সুধীজন বক্তব্য রাখেন। এসময় ব্যবসায়ীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল