বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে 'সবুজে সাজাই বাংলাদেশ' প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মাসব্যাপী উপকূলীয় বেড়িবাঁধ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এসময় তিনি বরগুনার বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন ৪টি তালগাছের চারা রোপন করেন। প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজের সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মোস্তাক আহমেদ, সায়েরা খাতুন রুবী, প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি কৃষিবিদ ড. খলিলুর রহমান, সমন্বয়কারী মো. হাসানুর রহমান ঝন্টু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাওলানা আলতাফ হোসেন, বন বিভাগের রেইঞ্জার মতিয়ার রহমান, পৌর কাউন্সিলর সাইদুর রহমান সজীব, প্রকৃতি ও জীবন ক্লাবের স্বেচ্ছাসেবক মহিউদ্দিন অপু, এমরান হোসেন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাসনিয়া হাসান অর্পিতা প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল