কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় বিয়ে বাড়িতে ডাকাতি সংগঠিত করার মূলহোতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (৫ মে) রাত ১১ টার দিকে ঘটনার সাথে জড়িত উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী (কোনাপাড়া) এলাকার আবুল মঞ্জুরের ছেলে আসামি মো. রাসেলকে (৩২) গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে ঘটনায় লুণ্ঠিত মোবাইল ফোন হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় ওই ইউনিয়নের পূর্ব মহেষখালীয়া পাড়ার মৃত আবুল মঞ্জুরের ছেলে মো. ইউনুছ (১৯) এর হেফাজত থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রাসেল (৩২) এর বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি অস্ত্র আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং ৩টি গ্রেফতারি পরোয়ানা মূলতবী রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই আসামির পূর্বের মামলা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আসামিরা নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।
বিডি প্রতিদিন/হিমেল