রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শেখ শাহীনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শেখ শাহীন উপজেলার মৃত আক্কাস শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টা ২৫ মিনিটে দৌলতদিয়া ইউনিয়নের শেখ শাহীনের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীনের তথ্য মতে তার শয়ন কক্ষের সোফার নিচে থেকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আগে একটি অস্ত্র, একটি মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া পান্নু মোল্লার ভাড়াটিয়া বাসা থেকে শেখ শাহীনকে গ্রেফতার করে। শাহীনকে আদালতের প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, শেখ শাহীনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা তার মাদক ব্যবসার বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।
বিডি প্রতিদিন/এমআই