রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত ২টি ওয়ান শুটারগান ও ২টি ককটেল উদ্ধার করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার (৬ মে) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (০৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে পাংশা মডেল থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শরিষা ইউনিয়নের রাসেল মন্ডল (২০), রমজান শেখ (৪০) ও সজীব শিকদার (২০)।
মামলাটির তদন্ত কর্মকর্তা দীপঙ্কর কুন্ডু বলেন, শিক্ষক মিজানুর রহমান হত্যকাণ্ডের ঘটনায় মোট আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যার দায় স্বীকার করে চার আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্তকাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করবো।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল (রবিবার) উপজেলার হোসেনডাঙ্গা বাজারের নিজস্ব সার ও কিটনাশকের দোকান থেকে হালখাতা শেষে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী শাহানারা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ