বাগেরহাট সদর উপজেলার রাধাভল্বব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে থাকা সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মো. শহিদুল শেখ (৫৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দা, করাতসহ বেশকিছু সরঞ্জামাদি জব্দ করেছে সামাজিক বন বিভাগ। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সামাজিক বন বিভাগ।
সামাজিক বন বিভাগের বিভাগী বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ জানান, সদর উপজেলার রাধাভল্বব গ্রামের কাশেম শেখের ছেলে মো. শহিদুল শেখ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে থাকা সামাজিক বন বিভাগের গাছ কেটে ঘর নির্মাণ করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে দা, করাতসহ বেশকিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। গাছ কাটার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে থাকা গাছ কাটা বা সরকারি জায়গায় কোনোভাবে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আমরা বিষয়টি শুনেছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ