পূর্ব শত্রুতা ও জমি কেনার জের ধরে নোয়াখালীর সুধারামের আনিছপুর গ্রামে কৃষক আবদুল করিম ওরফে সেলিমের পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও বসতবাড়ি ভাঙচুর করেছে শোভনের নেতৃত্বে সিরাজ ও বিপ্লবসহ জোরদাররা। এ সময় তাদের হামলায় কৃষক সেলিম (৫৮), তার ছেলে মাহাদি হাসান সিয়াম (১৬) ও মাদরাসা শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ৩ মে দুপুরে। এদিকে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালে আহত কৃষক সেলিম ও তার পরিবার জানান, পূর্ব শত্রুতা ও বিবাদী শোভনের জেঠা থেকে কিছু জমি কেনার অভিযোগে সে নানাভাবে হুমকি ধমকি দেয়। একপর্যায়ে কিছু টাকা দাবি করে। এ নিয়ে প্রতিবাদ করলে ঘটনার দিন দুপুরে সন্ত্রাসী লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এসে আমাদের বসতবাড়ীতে এসে হামলা ও ভাঙচুর চালায় এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বেদম মারধর করে। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জানতে চাইলে আজ বিকেলে সুধারাম থানার তদন্ত কর্মকর্তা এসআই চিরঞ্জীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি তদন্ত করেছি, তাদেরকে মারধর করেছে এটা সত্য। তবে জায়গা নিয়ে একটু বিরোধ আছে। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।