কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত এবং এক নারী আহত হয়েছেন। নিহত মাওলা হোসেন (৩৩) উপজেলার ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ঘনিয়ারচর গ্রামের আবদুস সালামের ছেলে। আহত নারী দিপালী বেগম (৪৫) উপজেলার বাগমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
রবিবার হোমনা কৃষি ইনস্টিটিউটের নিকটে কুমিল্লাগামী একটি বাস গৌরীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটো রিক্সাকে মুখোমুখি চাপা দিলে শিক্ষক মো. মাওলা ও দিপালী বেগম আহত হন। চাপা দেওয়া একতা সার্ভিসের বাসটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। মাওলাকে ঢাকায় রেফার এবং আহত দিপালী বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর শিক্ষক মাওলা হোসেনের মৃত্যু হয়।
এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসটি শনাক্তের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এএম