ঢাকার ধামরাইয়ে ৮ মাদক কারবারিকে মাদকসহ আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারি হলো- আওলাদ হোসেন, সাব্বির, হৃদয়, রাসেল, জুয়েল রানা, মনির হোসেন, আসাদ ও গাজ্জাল হোসেন।
সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনের ছেলে আব্দুল হালিম জানান, সুয়াপুরের বিভিন্ন গ্রামে মাদক সেবনকারী ও ব্যবসায়ী বেড়ে যাওয়ার খবর পরওয়ার পর চেয়ারম্যানের নির্দেশে এলাকায় মাদকমুক্ত করার মাইকিং করা হয়। এতে এলাকাবাসীর সহযোগিতায় ৮ মাদক কারবারিকে আটক করে ধামরাই থানা পুলিশে সোর্পদ করি।
এর আগে সুতিপাড়া ইউনিয়নের দুটি গ্রামকে মাদকমুক্ত করতে ঘোষণা দিয়েছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক। এতে ওই এলাকা পুলিশ অভিযান চালিয়ে অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর সকল মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা উত্তরের পরিদর্শক নুসরাত জাহান জানান, এলাকাবাসীর সহযোগিতায় মাদক নির্মূলে আমরা কঠোর ভাবে মাঠে রয়েছি। মাদক ব্যবসায়ীদের আটকের পর দিচ্ছি জেল ও নিয়মিত মাদক মামলা। আশা করছি দ্রুতই ধামরাই মাদক মুক্ত হবে।
ধামরাই থানার অপারেশন ওসি নির্মৃল কুমার সাহা জানান, ধামরাইয়ে কোন গ্রামে মাদক কারবারি ও খাদক থাকতে পারবে না। এ ধারাবাহিকতায় আমাদের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম