কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলারে অর্ধগলিত ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার তাকে এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ সময় আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (৬ মে) রাতে মহেশখালীর চরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কামাল হোসেন ওরফে বাইট্যা কামাল, আবু তৈয়ূব, করিম সিকদার, গিয়াস উদ্দিন ও ফজল কাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ছয় আসামি কক্সবাজার জেলা কারাগারে আছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই মামলায় এজাহারভুক্ত দু’জনসহ মোট সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন