৮ মে, ২০২৩ ১৪:৩০

মাগুরায় ৩ দিনের কৃষিমেলা

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ৩ দিনের কৃষিমেলা
কন্দাল (মাটির নিচে হওয়া ফসল) জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরায় তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
 
সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদরের বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মে পর্যন্ত। মেলায় দশটি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।
 
বিডি প্রতিদিন/এএম
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর