বগুড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মো. শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, মোহাম্মদ আল-মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, জেলা সমাজসেবার উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, প্রতিবন্ধী সেবা ও সহায়ক কেন্দ্রের কনসালট্যান্ট ডা. ফারজানা ইয়াসমিন।
সহায়ক উপকরণ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ২০টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল ও ১টি স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
উল্লেখ্য, সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে ১০৩টি সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। এ সকল অটিজমে আক্রান্তদের সেবা, ফিজিওথেরাপি চিকিৎসা, অকুপেশনাল থেরাপি, শ্রবণমাত্রা পরীক্ষাসহ অন্যান্য সেবা বিনামূল্যে দেয়া হয়।
বিডি প্রতিদিন/নাজমুল