কক্সবাজারের টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সৈয়দ হোসেন ওরফে কালা মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বুধবার রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি
টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোঃ সৈয়দ হোসেন ওরফে কালা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মাদক মামলার সাথে জড়িত বলে জানা যায় এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত উখিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) সারণীর ৯ (খ) ধারায় মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ