কুড়িগ্রামের রৌমারীতে পুলিশ অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার রৌমারী থানা পুলিশ উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী এলাকা থেকে মাদক কারবারি মাইদুল ইসলামের (২৯) বসতবাড়ি থেকে বিদেশি মদসহ তাকে হাতেনাতে আটক করে।
পরে বিকেলে রৌমারী থানায় আটকের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম