ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরে যানবাহন থেকে জরিমানা আদায়ের সময়ে দুই ভুয়া পুলিশকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক ও পরিচয়পত্র জব্দ করা হয়।
আজ শুক্রবার বেলা ১২ টার দিকে কয়েকজন চালকের সন্দেহ হলে তাদের বসন্তপুর এলাকা থেকে আটক করে। তারা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বিচিত্রা গ্রামের নাজমুল পাটোয়ারির ছেলে জুনায়েদ পাটোয়ারি (৩১) ও মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সৌরভ হোসেন (২০)।
স্থানীয়রা বলেন, পুলিশের পোশাক পরে মহাসড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করে অর্থ হাতিয়ে নিতেন তারা। তাদের কার্যকলাপ সন্দেহ সৃষ্টি করলে তারা কোন থানায় কর্মরত জানতে চান। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করেন। আটকের সময় একজনের পুলিশের পোশাকে এস আই সিরাজুল ইসলামের নেম প্লেট ঝুলছিল।রাজবাড়ীর আহলাদিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ পরিচয় দিয়ে তারা বিভিন্ন স্থানে গাড়ি থেকে অভিযানের নাম করে টাকা আদায় করতেন। আজ স্থানীয়রা তাদের আটকে করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
রাজবাড়ীর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমরা জুনায়েদ পাটোরিয়া ও সৌরভ নামে দুই প্রতারককে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল