১৩ মে, ২০২৩ ১৩:২২

‘‌মৌসুমি ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কৃষকদের পাশে থাকবে কৃষকলীগ’

রাজবাড়ী প্রতিনিধি

‘‌মৌসুমি ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কৃষকদের পাশে থাকবে কৃষকলীগ’

রাজবাড়ীতে কৃষকলীগের ধান কাটা কর্মসূচির উদ্বোধন

কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেছেন, আজ দুলাল পাটোয়ারী ও শাজাহান শেখ নামে দুই কৃষকের এক একর জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা। শুধু ধান কাটা নয়, কৃষকের আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করা হবে। মৌসুমি ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত অসহায় কৃষকদের পাশে থাকবে কৃষকলীগ। কোনো কৃষকের ধান কাটার প্রয়োজন হলে স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীকে অবহিত করলে তারা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেবেন।

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে দিনব্যাপী কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বানিবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামে দুলাল পাটোয়ারি নামে এক কৃষকের ধানে কেটে এই কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা আমাকে স্থানীয় কৃষকদের ধান কাটার বিষয়টি অবগত করেন। আজ থেকে আমাদের এই কর্মসূচির উদ্বোধন হলো।

উপকারভোগী কৃষক দুলাল পাটোয়ারি বলেন, ‘শুনছি ঘূর্ণিঝড় হবে। দ্রুত আমার ধান কাটার দরকার ছিল। স্থানীয় কৃষকলীগকে বিষয়টি অবগত করি। শুক্রবার কৃষকলীগের পক্ষ থেকে বলা হয়, শনিবার সকালে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দেবে। শনিবার সকালে আমার ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার অনেক উপকার হয়েছে।’

ধান কাটা কর্মসূচি উদ্বোধনকালে কেন্দ্রীয় কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আবু বককার খান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আব্দুল আল আলালসহ স্থানীয় কৃষকলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর