পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বজনদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো, দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের সুবির চন্দ্র মিস্ত্রির ছেলে সুদিপ্ত চন্দ্র মিস্ত্রি(৭) তার ভাই রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে বৃষ্টি রানী মিস্ত্রি (৯)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে দুই শিশু পরিবারের সদস্যদের অজান্তে তাদের বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দুই শিশুকে বাড়িতে না দেখে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। একপর্যায় বাড়ির পাশে মঙ্গলের খালে দুজনকে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/এএম