১৫ মে, ২০২৩ ১৬:২৫

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে আটক ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে আটক ৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ একাধিক অভিযান চালিয়ে সম্প্রতি চুরি হয়ে যাওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করেছে। সেইসাথে চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৬ জন। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, রবিবার রাতে একাধিক অভিযানে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৯টি মোটরসাইকেল উদ্ধার করে।
 
এসব চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে পুলিশ ৬ জনকে আটক করেছে। তারা হলো আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মোহাম্মদ রাসেল (৩২), একই গ্রামের মারজুক রহমানের ছেলে মোহাম্মদ সোহেল (২৬), উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), কুমারী গাংপাড়ার আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৩) ও কুষ্টিয়া জেলার মীরপুর থানার শ্রীরামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আব্বাস উদ্দিন (৪২) ও একই থানার বাশবাড়িয়া কুরশা গ্রামের মসলেম মন্ডলের ছেলে জমির আলী (৩৫)। পুলিশ সুপার আরো জানান, আটক আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ৯টি বিভিন্ন রংয়ের মোটরসাইকেল উদ্ধার করা হয়।  
 
বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর