১৬ মে, ২০২৩ ১৪:৩৯

বেতাগীতে ‘প্রকৃতি ও জীবন’ ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ

বরগুনা প্রতিনিধি

বেতাগীতে ‘প্রকৃতি ও জীবন’ ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ

বরগুনার বেতাগী উপজেলা ও বেতাগী পৌরসভার বাইপাস সড়ক, বেড়িবাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বেতাগী পৌরসভার প্রবেশদ্বার বাইপাস সড়কের দুইপাশে তালগাছসহ মৌসুমি ফল গাছের চারা রোপণ করেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আ. রব শুক্কুর মীর, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি ড. খলিলুর রহমান, উপদেষ্টা মোস্তাক আহমেদ, সায়েরা খাতুন রুবী, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাসনিয়া হাসান অর্পিতা, সমন্বয়কারী মো. হাসানুর রহমান ঝন্টু উপস্থিত ছিলেন। 

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির প্রশংসা করে বলেন, আমরা সকলে যদি সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেই তাহলে সত্যিকারই বাংলাদেশ সবুজ বাংলায় পরিপূর্ণ হবে। এছাড়া বেতাগীর ঝোপখালী বেড়িবাঁধ, ঝোপখালী নুরানি মাদ্রাসায় বনজ, ফলজ ও ফুল গাছের চারা রোপণ করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর