১৬ মে, ২০২৩ ১৪:৪৭

রংপুরে মাদ্রাসা ছাত্র হত্যা, আটক ৭

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে মাদ্রাসা ছাত্র হত্যা, আটক ৭

রংপুরে এক মাদ্রাসা ছাত্রকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছে। সাহিনুর ইসলাম (১২) নামে ওই ছাত্রের মরদেহ মঙ্গলবার সকালে সদর উপজেলার পাগলাপীরের মডেল মসজিদের পাশের আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করেছে। সাহিনুর সদর উপজেলার হরিদেবপুর গোকুলপুর গ্রামের শাহ আলমের ছেলে। সে পাগলাপীর নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা সাহিনুরের মরদেহ আখ ক্ষেতের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাকে কি কারণে হত্যা করা হয়েছে এর কারণ খুঁজছে পুলিশ। 

সদর কোতয়ালী থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাহিনুরকে হত্যা করা হয়েছে। তার চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহজকন ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর