১৬ মে, ২০২৩ ১৫:০৮

রংপুরে ঝড়ে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ঝড়ে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত

রংপুরে হঠাৎ ঝড়ের ছোবলে পীরগাছা-কাউনিয়া উপজেলায় এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকশ' গাছ উপড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঝড় বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। এসময় বৃৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার। উপজেলা প্রশাসন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রংপুরের ওপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এতে কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এক থেকে দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই সব এলাকায় বেশকিছু গাছ উপড়ে যায। ঝড়ের কারণে ওইসব এলাকায় বিদ্যুত সরবরাহ বিঘ্ন ঘটছে। 

পীরগাছা উপজেলা কল্যানি ইউনিয়নের নজরুল ইসলাম বুলবুল জানান, ঝড়ে  গাছ পড়ে তার টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এলাকায় কমপক্ষে ১৫/২০ জনের ঘর-বাড়ি  ক্ষতিগ্রস্ত হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুসা নাসের চৌধুরী  জানান, তার উপজেলায় ৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পারুল, ইটাকুমারী ও অন্নদা নগর ইউনিয়নে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য ইউনিয়নও ক্ষতি গ্রস্ত হয়েছে। তিনি বলেন, পীরগাছা উপজেলায় ঝড়ে এক হাজারের বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকশ' গাছ উপড়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরুপণ করে তালিকা করা হচ্ছে।

ঝড়ে কাউনিয়া-রংপুর সড়কে বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। এসময় যান চলাচল বিঘ্নিত হয়। কাউনিয়ার সারাই, শহীদবাদ ও হারাগাছ ইউনিয়নে ক্ষতি বেশি হয়েছে। এখানে কয়েকশত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাউনিয়া উপজেলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস জানান, সারাই ও শহীদবাদ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে গিয়েছিলাম। ঝড়ে  বেশ কিছু বাড়ি ঘরের ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। 

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, কালবৈশাখী ঝড় নয় ৪৫ কিলোমিটার বেগে দমকা বাতাস বইছিল।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর