১৮ মে, ২০২৩ ১২:২১

ধামরাইয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভা

ছবি- বাংলাদেশ প্রতিদিন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ মে) সন্ধ্যায় ধামরাই পৌরসভা চত্ত্বরে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবির। 

এসময়  প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, জেলার সাবেক সহ-সভাপতি আবুল কাসেম রতন, সাবেবক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শফিক আনোয়ার গুলশান, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর