১৮ মে, ২০২৩ ১৯:৫৬

রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় রাজনৈতিক দলগুলোর সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শরণখোলা উপজেলা শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) আয়োজনে বৃহস্পতিবার দুপুরে রায়েন্দা বাজার শেরে বাংলারোডে এ মানববন্ধনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সামাজিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভাপতিত্ব করেন শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) সমন্বয়ক শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবা উদ্দিন খোকন, আব্দুল ওয়াদুদ আকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান আবু গাজী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সম্পাদক রতন কুমার দাস, সাংবাদিক নজরুল ইসলাম, বিএনপি নেত্রী নিলুফার ইয়াসমিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম শিকদার প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ শরণখোলা উপজেলায় আগামীতে সব নির্বাচনে সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর