চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক, ধর্ষণ, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে লালকার্ড প্রদর্শন করেছে তিন শতাধিক শিক্ষার্থী শপথ নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই শপথ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম এবং সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক সোহরাব সজীব প্রমূখ। পরে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে শিক্ষার্থীদের সচেতন করে যাচ্ছে, সংগঠনটি গত সাড়ে ১২ বছর মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল