১৯ মে, ২০২৩ ১৮:১৭

তারাকান্দায় চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তারাকান্দায় চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করা হয়েছে। ১৮ মে মনোনয়নপত্র বাছাই কমিটি এ ঘোষণা দেয়। 

এসময় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম, তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, মুক্তাগাছা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। যাচাই বাছাইয়ে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. এ মাসুদ তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সরকার বকুল ও ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম মন্ডলের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ব্যবসায়ী আবু হুরায়রা তালুকদার ও তারাকান্দা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী শামীমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার কাকন ও হাসনা বেগম বেবীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাছকিন আক্তারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অফিসসূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলায় এবার ২ লাখ ৫৯ হাজার ৪জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৫০ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন। 

উল্লেখ্য, আগামী ২৬ মে প্রতীক বরাদ্দ ও ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর