বাগেরহাটের রামপালে বড়দিয়া হাজি আরিফ মাদরাসা মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহায়তায় চক্ষু চিকিৎসা শিবিরে রামপাল-মোংলা উপজেলাসহ বিভিন্ন এলাকার পাঁচ হাজার রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসা দিয়ে এর মধ্য থেকে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের ছানি, নেত্রনালী ও চোখের মাংশ বৃদ্ধির অপারেশনের জন্য বাছাই করেছে চিকিৎসকরা।
আয়োজক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, শুক্রবার দিনব্যাপী প্রায় পাঁচ হাজার রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসা দিয়ে এর মধ্য থেকে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের ছানি, নেত্রনালী ও চোখের মাংস বৃদ্ধির অপারেশনের জন্য বাছাই করেছে চিকিৎসকরা। রোগীদের ঢাকা ও খুলনা হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হবে। চোখ অপারেশন করার পর তারা আবার ফিরে পাবে দৃষ্টি।
বিডি প্রতিদিন/এএ