২০ মে, ২০২৩ ১৬:০৮

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

ভালুকায় বিদ্যুৎ লাইন ছিড়ে পড়ে থাকা খামারে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম মিয়া (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিবান্ডা পূর্বপাড়ায় কাটাখালি বিলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই এলাকার মৃত জুবেদ আলীর ছেলে শামিম মিয়া, হারুন অর রশিদের ছেলে সবুজ মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেনসহ (৫৫) বেশ কয়েকজন জাল নিয়ে ওই মাছের খামারে মাছ ধরতে যান। এ সময় বিলে ছিড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইন সরাতে গেলে তারে জড়িয়ে শামিম মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং সবুজ মিয়া ও তোফাজ্জল হোসেন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খামার মালিক মোফাখ্খারুল আলম জানান, শুক্রবার রাতের ঝড়ে বিদ্যুৎ লাইনের তারটি ছিড়ে পানিতে পড়ে থাকায় অসাবধানতায় এ ঘটনাটি ঘটেছে।  

ভালুকা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন জানান, বাদী-বিবাদী পক্ষ আপোষ মিমাংসা হওয়ায় ওই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর