২২ মে, ২০২৩ ১৩:৫৬

টাঙ্গাইলে ভূমি সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ভূমি সপ্তাহের উদ্বোধন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

টাঙ্গাইলে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে উপজেলার ভূমি অফিসে জেলা প্রশাসন ও সদর উপজেলার ভূমি অফিসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, সিনিয়র সহকারী কমিশনার আব্দুল করিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, সিনিয়র সহকারী কমিশনার নাহিয়ান নূরেন, সহকারী কমিশনার দীপ ভৌতিক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের দানের ঘর এবং জায়গার দলিল ও খতিয়ান প্রদান করেন। শুকুর মাহমুদ, রুমা আক্তার, শফিকুল ইসলাম, পারভীন আক্তার ও বিমুলা বেগমদেরকে দলিলগুলো হাতে তুলে দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর