২২ মে, ২০২৩ ১৪:৩০

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর র‌্যাব ৪৭০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, সোমবার ভোরে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ -পীরগাছা সড়কে চেক পোস্টে ১টি ইজিবাইক সন্দেহের ভিত্তিতে তল্লাসি করে ৪৭০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা হল- পীরগাছা উপজেলার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৩৮) এবং একই উপজেলার মৃত হোসেন আলীর ছেলে মোক্তার হোসেন (৩২)।  

র‌্যার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে  মাহিগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করে তাদের থানায় হস্তান্তর করেছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর