শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তজমল মিয়া (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলির ছেলে। তিনি নন্নী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক (ইউপি) সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় শেরপুর যাওয়ার পথে তজমল মিয়ার বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহন হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. নওশীন জাহান তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. মনিরুল আলম ভুঁইয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল