গাজীপুরের কালিয়াকৈরে মাছ চুরির অভিযোগ এনে জাকির হোসেন নামের এক যুবককে ধরে নিয়ে রাতভর আটকিয়ে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হয়েছে হাত-পা। জখম করা হয়েছে শরীরের বিভিন্ন স্থানে। পরের দিন সকালে পরিবারের কাউকে না জানিয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে ভর্তি করা হয়। অমানবিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বোয়ালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায়।
আহত জাকির হোসেন কালিয়াকৈরের নয়াপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। সে এলাকায় অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে।
জাকিরের ছোট ভাই কবির হোসেন বলেন, মাছ চুরির অভিযোগ এনে আমার ভাইকে জহিরের খামারে নিয়ে গিয়ে বেদম মারপিট করা হয়। তার হাত-পা ভেঙে ফেলা হয়। জখম করা হয় শরীরের বিভিন্ন স্থান। পরে আমাদের কিছু না জানিয়ে তাদের লোকজনদের দিয়ে হাসপাতালে এনে ভর্তি করা হয় এবং এখানে বলা হয়েছে রোড এক্সিডেন্টে এমন হয়েছে। চুরি যদি করে থাকে তাহলে তার জন্য আইন আছে। তাই বলে তাকে ধরে নিয়ে এমন অবস্থা করবে।অভিযুক্ত জহির হোসেন বলেন, আমার খামারের মাছ চুরি করেছে তাই তার বিচার করা হয়েছে। চুরি করলে তার বিচার করব না। পুলিশের উপর ভরসা নাই। পুলিশ টাকা খেয়ে আসামি ছেড়ে দেয়।
স্থানীয় বোয়ালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও অভিযুক্ত জহিরের চাচা আলাল উদ্দিন বলেন, এভাবে মারা ঠিক হয়নি। বিষয়টি অমানবিক হয়েছে। যদি চুরি করে থাকে আইনের হাতে তুলে দিতে পারতো।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) অকবর আলী বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ পাইয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল