ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলে, চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের আক্তার হোসেনের দুই ছেলে ওহিদুর রহমান ওহিদ মেম্বার (৩৯) ও নাইমুর রহমান নাইম, বাইখির গ্রামের আব্দুল ছাত্তার শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৬) এবং সিহাব মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪)।
শুক্রবার দুপুরে জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বাইখির চৌরাস্তার একটি বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। মামলা শেষে শুক্রবার দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়।বিডিপ্রতিদিন/কবিরুল