গোপালগঞ্জে পৃথক ২ অভিযানে অমল বিশ্বাসকে (৪২) ১৫০ পিস ইয়াবা এবং সুমন মিয়াকে (৪২) ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অমল বিশ্বাস সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের তপন বিশ্বাসের ছেলে ও সুমন মিয়া হাতিকাটা গ্রামের হামিদ মিয়ার ছেলে।
রবিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মো. ফারুক আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলা সাতপাড় পশ্চিমপাড়া থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবাসহ অমল বিশ্বাসকে ও হাতিকাটা গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম