২৯ মে, ২০২৩ ১৭:৩৪

নারীর প্রতি সহিংসতা রোধে নেত্রকোনায় মতবিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি:

নারীর প্রতি সহিংসতা রোধে নেত্রকোনায় মতবিনিময় সভা

নেত্রকোনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুলে এই মতবিনিময় সভার আয়োজন করে আমরাই পারি পারিবারিক জোট। 

সেরার সহায়তায় জেলার বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের নিয়ে নেত্রকোনার প্রেক্ষাপটে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক নানা কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা।  

আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী ও সংস্কৃতিকর্মী নাঈম সুলতানা লিবন প্রমুখ।

বক্তারা বলেন, সকল শিশুরা মা বাবার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। কোথাও কোন ঘটনা ঘটলে সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ছেলেদেরকেও মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই যদি এই সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হয়। অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে এর কোন বিকল্প নেই। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর