২৯ মে, ২০২৩ ২০:৩৬

বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর

কক্সবাজারের চকরিয়ায় মুরগির খামারের কুকুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড তচ্ছিয়ার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার মো. পাভেলের ছেলে। 

জানা যায়, সাবেক মেম্বার ফজলুল কবির এর মালিকানাধীন একটি খামার ভাড়া নিয়ে সাতকানিয়ার বাসিন্দা নাসির উদ্দিন কোম্পানি মুরগির খামার গড়ে তুলেন। ওই খামারে কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় কুকুর মারতে বৈদ্যুতিক তারের ফাঁদ দেন তিনি। সোমবার সকালে তুহিন খামারের পাশে আম কুড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে বিষয়টি কাউকে না জানিয়ে এক লাখ ২০ হাজার টাকা দিয়ে রফাদফা করে লাশ দাফন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি জানাজানি হলে, চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর