- হোম
- দেশগ্রাম
- টাঙ্গাইলে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে, ঘুমন্ত…...
অনলাইন ভার্সন
টাঙ্গাইলে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে, ঘুমন্ত মা-মেয়ে নিহত
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান বসতবাড়িতে উঠে পড়লে, তারই চাপায় ঘুমিয়ে থাকা মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন গণেশ চন্দ্র রবি দাস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী দাস (৪২) ও মেয়ে রাধীকা রানী দাস (১২)।
ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে উঠে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। সেসময় বাবা গুরুত্বর আহত হয়। আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হবে। চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম