নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল দশটায় র্যালি শেষে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র অলোক।
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত শিশু চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রাইজমানি ও সনদ বিতরণ করা হয়। দুধ পানের অভ্যাস গড়ে তুলতে অনুষ্ঠানস্থলে উপস্থিত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশ’ শিক্ষার্থীকে দুধ পান করানো হয়। আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুধ পান কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম