২ জুন, ২০২৩ ১৬:৪৫

উখিয়ার রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ রিদোওয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার ভোর ৫টার দিকে উখিয়ার বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিদোওয়ান (২৮), ওই ক্যাম্পের হাসু আলীর ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ভোরে ১৫ নম্বর ক্যাম্পে একটি সংস্থার পানির টাংকি সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ রিদোওয়ানের বুক ও পেটের বাম পাশে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে বের এপিবিএন ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

তিনি জানান, প্রাথমিক ভাবে জানা যায় রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ হত্যা ঘটিয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে ৩১টি হত্যা মামলা, ১২টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। যেখানে ৩৫ জন খুন হন।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর