৪ জুন, ২০২৩ ২২:২৩

সখীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইলের সখীপুরে চার একর জমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রবিবার সন্ধ্যায় উপজেলার প্রতিমা বংকী এলাকায় নির্মাণাধীন মিনি এ স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালিউজ্জামানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। 

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ওসি রেজাউল করিমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর