৮ জুন, ২০২৩ ১৬:৩৯

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেলমন্ত্রী।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মুহা. জিয়াউর রহমান ও মো. আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমারসহ অন্যরা।

এসময় রেলমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হওয়া সাটল ট্রেনসহ সকল ট্রেন দ্রুত পুনরায় চালু করার আশ্বাস দেন।

প্রমঙ্গত, ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হওয়ায় এই ট্রেনে আমসহ বিভিন্ন সবজি ঢাকায় মাত্র ১ টাকা ৩০ পয়সায় কেজিতে পরিবহন করা যাবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে বিকাল ৪টায় যাত্রা শুরু করে পথিমধ্যে আরও ১৪টি রেলস্টেশনে থামবে এবং ওসব স্টেশন থেকে আম নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর