লালমনিরহাটের কালীগঞ্জে একটি পাইপ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওমর আলী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি নীলফামারীর আদর্শপাড়া জলঢাকার এলাকার লুৎফর রহমানের ছেলে।
আহতরা হলেন- নূর মোহাম্মদ (১৮), মামুনুর রশিদ (৩০), সাইফুল ইসলাম (১৭) ও ইয়াকুব আলী (২০)। তারা সবাই নীলফামারীর আদর্শপাড়া জলঢাকা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পাইপ বোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালিগঞ্জ অভিমুখে যাচ্ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশে উল্টে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় আরও চারজন। ট্রাকে থাকা যাত্রীরা রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পাইপ বোঝাই একটি ট্রাক উল্টে পড়ে আছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।”
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        